বঙ্গোপসাগরে  ট্রলার সহ ৪৮ ভারতীয় জেলেকে আটক।

প্রতি বছর ইলিশ শিকারে নিষেধাজ্ঞা কালীন বৈশ্বিক মৌসুমে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসিমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করে ভারতীয় ও মিয়ানমারের জেলেরা সাগরের মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে আসছেন নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা । বৃহস্পতিবার বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে ভারতীয় জেলেদের মাছ শিকারের বিষয়টি নজরে আসে
টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের এরপর তাদের দাওয়া দিয়ে মংলা বন্দরের অধীরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে তিনটি ট্রলার সহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ২৭০০ কেজি ইলিশ সহ ও নানা প্রজাতির মাছ । রাতে নিলামের মাধ্যমে সকল মাছগুলোকে বিক্রি করা । শুক্রবার ভোর রাতে মামলা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় মংলা বন্দরের নিকটস্থ থানায় এবং তারপর ৪৮ জন জেলেকে আদালতের মাধ্যমে পাঠানো হয় বাগেরহাট জেলা কারাগারে। এর আগে গত ১৫ই অক্টোবর বাংলাদেশ সীমায় মাছ ধরার সময় ৩১ ভারতীয় কে আটক করে বাংলাদেশ নৌ বাহিনী। জব্দ করা হয় প্রায় পাঁচ মন মাছ সহ দুইটি ট্রলার।



Comments